কবি অরবিন্দ সরকারের জন্ম ১৯৫৫ সালের ১লা এপ্রিল মুর্শিদাবাদ জেলার কান্দি থানার এক শেষপ্রান্ত ভাটরা গ্রামে । উচ্চবিত্ত পরিবারে বাবা ৺অশ্বিনী সরকার ও মাতা ৺মহামায়া দেবীর অষ্টম গর্ভজাত সন্তান । পাঁচ ভাই এক বোন । ভাইয়েরা সকলেই প্রতিষ্ঠিত । পরিবারের সকল সদস্যের আদ্যাক্ষর "অ" বর্ন দিয়ে । বর্তমানে পঁচিশ বছর ধরে জেলার সদর শহর বহরমপুরের স্থায়ী বাসিন্দা । অবসরপ্রাপ্ত হাইস্কুলের শিক্ষক ।
শিক্ষা - প্রাথমিক - বাগোড় নিম্ন বুনিয়াদি বিদ্যালয়,
উচ্চ মাধ্যমিক - অমৃতকুণ্ড কৃষ্ণ কামিনী বিদ্যামন্দির ।
গ্রাজুয়েট - কৃষ্ণনাথ কলেজ, বহরমপুর ।
বি.এড্ - ইউনিয়ন ক্রিশ্চিয়ান ট্রেনিং কলেজ, বহরমপুর ।
জীবিকা - রাজখণ্ড হাইস্কুলে শিক্ষকতা । বর্তমানে অবসরপ্রাপ্ত পেনশন ভোগী ।
শিশুকাল থেকেই সঙ্গীত আবৃত্তি নাটকে পারদর্শী ।
লেখালেখি - ছাত্রজীবনে দেওয়াল পত্রিকায় লেখালেখি । অবসর কালে সাহিত্য চর্চা বেশি ।
তাঁর উল্লেখযোগ্য কবিতার বই - অ থেকে হ পর্যন্ত অক্ষর দিয়ে আদ্যাক্ষর কবিতামালার স্রষ্ঠা কবি । তারপর - কবিতার বই যথাক্রমে - রাকা, অরিত্র, অনিন্দ্য, অরিন্দম, ছবি ।
রম্যরচনা রম্যগল্পের বই - রম্যরচনা সমগ্র, অবসরের ডায়েরি, ছোটো রম্য গল্প ।
একমাত্র উপন্যাস - "ইনকিলাব" ।
বহু দেশ বিদেশের শংসাপত্রে ভূষিত । বিভিন্ন পত্র পত্রিকায় তাঁর লেখার বহিঃপ্রকাশ । অন্যায়ের প্রতিবাদে তাঁর কলম মেরুদন্ড সোজা রেখে লেখালেখি করে । বাম আদর্শে বিশ্বাসী । লেখালেখির পাশাপাশি গন আন্দোলনে সামিল হয়ে জীবনে দুবার কারাবরণ করে বহরমপুর সেন্ট্রাল জেলে রাজবন্দী ।
বর্তমান সময়ে স্পণ্ডিলাইটিস রোগী । শুয়ে শুয়ে মোবাইলে কষ্ট করে লেখালেখি শুধুমাত্র সাহিত্যকে ভালোবেসে । আন্তর্জাতিক স্বভাব কবি হিসেবে স্বীকৃতি লাভ তাঁর জীবনের অনন্যসম্মান ।