মহাতীর্থ আন্দামান। আজ এক আকর্ষনীয় ট্যূরিষ্ট স্পট। এর আর এক নাম সবুজ দ্বীপ। বিস্তীর্ন ঘন নীল বঙ্গোপসাগর আর তার মাঝে মাঝে এক একটি সবুজ দ্বীপ একদিকে যেমন আজকের প্রজন্মের কাছে এক অনবদ্য আকর্ষন তেমনি অন্যদিকের বিচারে এই দ্বীপই ছিল আমরন সংগ্রামীদের কাছে কালাপানি। দূর্দান্ত ব্রিটিশ শাসকের কাছে এই সব সংগ্রামীরা কতখানি ত্রাসের সঞ্চার করেছিল তার একটা আভাস মিলবে এই বইটিতে।