"মঞ্জরী'' (এক মুঠো কবিতার কুঁড়ি) একটি বাংলা কাব্যগ্রন্থ যা ২৫ টি বাংলা ছন্দময় কবিতার সমন্বয়ে রচিত। কবি এই কাব্যগ্রন্থের মাধ্যমে তাঁর অন্তরের অনুভূতির চিত্র সুন্দরভাবে তুলে ধরেছেন। কবিতার বিষয়গুলি একে অপরের চেয়ে আলাদা। সুতরাং কেউই পাঠের সময় বিরক্ত বোধ করবেন না। যাঁরা বাংলা কবিতা পড়তে পছন্দ করেন, তাঁদের অবশ্যই বইটি পাঠের চেষ্টা করা উচিত।
১৩৯৮ বঙ্গাব্দের ১৪ই শ্রাবণ (ইং- 31st July,1991) অরণ্য সুন্দরী ঝাড়গ্রামের এক সুন্দর গ্রাম চন্দ্রীতে জন্ম নেওয়া ও বড় হয়ে ওঠা এক তরুণ ও নবাগত কবি হলেন কৃশানু ব্যানার্জী। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী ও বতর্মানে শিক্ষকতার পেশায় নিযুক্ত এই কবি ব্যস্ত জীবনের মাঝে পাওয়া ক্ষুদ্র অবসর সময় যাপনের জন্য বেছে নিয়েছেন সাহিত্যচর্চাকে।বর্তমানে বাংলা এবং ইংরেজী উভয় ভাষাতেই রচনা করে চলেছেন সাহিত্যের অপরূপা- কবিতাকে।সম্প্রতি তাঁর ইংরেজী কাব্যগ্রন্থ "অফস্প্রিং"(Offsprings) প্রকাশিত হয়েছে। এছাড়া বিভিন্ন পত্রিকা ও সংকলনে তাঁর কবিতা প্রকাশিত হয়ে চলেছে।