রোজ লিখি, কেন লিখি, কার জন্য লিখি জানি না । ভালোলাগা ও ভালবাসায় নিয়মিত লিখে চলেছি । ভীষণ চাপেও লিখি । শরীর খারাপেও লেখা চলে । যেন কোনো দায়িত্ব । অথচ লিখে রোজগার করি না । স্বামী-পুত্রের কাছে পাওয়া নিজের হাত খরচের টাকাতেই একের পর এক পুস্তক লিখে চলেছি।
বহু সাহিত্য সংস্থার সদস্যা । খরচ ,অনুদান দিয়েও লেখা প্রকাশ করেছি । তবুও নিজেকে লেখিকা ভাবি না । পাঠক হয়ে থেকেই আনন্দ পাই। তবে নিজের লেখার পাঠক হয়ে যে আনন্দ সেই তো সেরা আনন্দ প্রতিটি লেখকের মতো আমারও । "মীনার কাব্য" পুস্তকটির নামকরণ করে লেখিকার কবিতা প্রীতি প্রকাশ করে পাঠকদের কাছে আনন্দ ভাগ করে নিলাম । পরিবেশ সুস্থ রেখে সবাই সুন্দর থাকি এই সদিচ্ছা নিয়তই ।