মানুষের জীবন সাময়িকের, জীবনের এই স্বল্প পরিসর শৈল্পিক আর রঙিন হয়ে ওঠে তা যদি ঘটনার ঘন ঘটায় পরিপূর্ণ হয়ে ওঠে, ঘটনা বিহীন জীবন আরো ক্ষুদ্র পরিসরের, ধূসর আর বর্ণহীন, জীবনে ঘটে যায় হাজারো ঘটনা, কিছু থেকে যায় স্মৃতিতে আর কিছু তলিয়ে যায় বিস্মৃতির অতল গহব্বরে, আমাদের স্মৃতির পাতা থেকে তেমন ই কিছু ঘটনাকে তুলে ধরলাম এই বইটিতে, আপনারা ক্ষনিকের আনন্দ পেলে আমাদের প্রয়াস সার্থক হবে