প্রারম্ভ একটি যৌথ সংকলন। সাহিত্য জগৎ পৃথিবীর একটি পবিত্র এবং সুন্দর জগৎ, যেখানে লেখক-লেখিকাবৃন্দ তাদের মনের ভাব ব্যক্ত করে সমাজকে একটা সুন্দর বার্তা প্রদান করেন। তাঁদের লেখনী সমাজকে নতুন করে গড়তে সাহায্য করে। আমি এই পবিত্র জগতের কিছু মূল্যবান বার্তা নিয়ে সমাজকে পুনরায় সুন্দর বার্তা প্রদান করা আরম্ভ করেছি। হয়তো আমার এই প্রয়াস করা ধৃষ্টতা লক্ষ্যণীয়, কিন্তু সমাজের আয়না তুলে ধরা এবং তার পরিশুদ্ধ করতে চাওয়ার এই লোভ সংবরণ করতে পারলাম না। সাহিত্য জগতের এই সকল নক্ষত্রদের শুভেচ্ছা জানাই, যারা এই সাহিত্য পত্রিকাতে কলম ধরেছেন। পত্রিকাটি পাঠক মহলে সমাদৃত হলে সম্পাদক হিসেবে ধন্যবোধ করবো।