প্রিয় মানুষটাকে আর আমাদের মধ্যে পেতে চাই না বরং ভয়ে আতঙ্ক গ্রস্ত হয়ে তাদের থেকে পালিয়ে বেড়াই। তাদের যে কাছের মানুষ জনকে ছেড়ে চলে যেতে হয় এবং হারিয়ে যাওয়া মানুষ গুলো যে আমাদেরই একজন , হয় তো তারা আমাদের ক্ষতি চায় না বা কাছে আসতে চায়, সেটা মেনে নেওয়ার মতো সাহস বা মানসিকতা আমাদের থাকে না। তারা শরীরে অবস্থান না করলেও অশরীরে বার বার আমাদের বুঝিয়ে দিয়ে যায় তাদের অস্তিত্ব বা তাদের উপস্থিতি আমাদের অনুভূতিকে ছুঁয়ে যায়। তেমনি কিছু বাস্তব অবাস্তবের মুখোমুখি দাঁড়িয়ে কল্পনার দোলাচলে কিছু অভিজ্ঞতার আখরে আলোকিত পাঠকের মনোরঞ্জনের জন্য কাহিনী রাত নামলেই"