রাতের তারারা দিনের আলোর গভীরে থাকে। হারিয়ে যায় না কিছুই। নিশ্চুপ কান্নারা বুকের গভীরে জেগে থাকে অনির্বান। বিরোহী হৃদয়ের রিক্ততা সিক্ত থকে চিরন্তন ভালোবাসার জারনে। সম্পর্ক ভেঙ্গে যাবার পর সৃষ্টি হয় অন্য এক সম্পর্কের সমীকরণ। পড়েই দেখুন না একবার!
"একদিন তারাটা মিলিয়ে যাবে আকাশে, হয়ে যাবে পর।
একদিন পাখিটা গড়বে অন্য কারো নীড়,
হয়ে যাবে অন্যের বর।
আর আমি? আমি ছিলাম আছি থাকবো - পাগল যাযাবর। "