দু চার কথা যাঁর কলমের সাথে পরিচয়।
কবি সুব্রত দেবরায়ের সাথে ব্যক্তি পরিচয়ের সুযোগ খুব যে হয়েছে তা নয়,কিন্তু তাঁর কলমের সাথে পরিচিত হওয়ার সুযোগ এসেছে অনেক। কলম কথা বলে,চোখে চোখ রেখে।
সুব্রত দেবরায় সমাজ সচেতন অন্তর্দৃষ্টি সম্পন্ন বাস্তববাদী এক কবি। কলমের অন্তর্দৃষ্টি ঘুণ ধরা সমাজের ছবি আঁকে ক্যানভাসে,তাই এই কলমের প্রয়োজন আজ অনেক বেশি। কবি ভাসতে চান না কল্পনার ভেলায়। কলম সিক্ত হয় ধর্ষিতার চোখের জলে,ক্ষত বিক্ষত যন্ত্রণা এগিয়ে আসে,কলম আঁচড় টানে চারিদিকের বঞ্চনা আর অন্যায়ের প্রতিবাদে।
গুরুদেব রবীন্দ্রনাথ বলেছেন," যে আছে মাটির কাছা-কাছি সে কবির লাগি আমি কান পেতে আছি "। সুব্রত দেবরায় অনেকটা যেন সেই মাটিতেই গড়া। কল্পনার রঙিন ফানুসে উড়তে চান না,হাঁটতে চান বাস্তবের ধূসর মাটিতে। ভালো লাগে তাঁর জীবন বোধের কবিতা। যদিও বাংলা সাহিত্য হতে ইংরেজি সাহিত্যেই প্রকাশ অনেক এগিয়ে,দেশের সীমা ছাড়িয়ে পাড়ি দিয়েছে বিদেশে। ইতিমধ্যে প্রায় দুশোটির বেশি দেশে তাঁর সাহিত্য সমাদৃত ।
আমি প্রথমেই বলেছি,কবি সুব্রত দেবরায়ের সাথে পরিচয় খুব একটা বেশি নয়,তবু যেটুকু জেনেছি,জন্ম ও বড় হওয়া কোলকাতাতে,বাড়ির পরিবেশেই সাহিত্যে অনুরাগ ও আসক্তি। স্কুল জীবন হতেই সাহিত্যের পথে আনা গোনা।
কবি আমাদের উপহার দিতে চলেছেন বাংলা কাব্য গ্রন্থ ' শিঞ্জিত'। গ্রন্থটি পাঠকের কাছে সমাদৃত হবে বলে আশা রাখি।
বীরেশ চন্দ্র ঘোষ (বিশিষ্ট কবি ও সাহিত্যিক)
সভাপতি গোধূলিরর মন্থন