এক সাধারণ স্কুল টিচার যে কিনা সাদামাটা জীবন যাপন পছন্দ করে,ব্যস্ত থাকে নিজের জীবন নিয়ে।
এক অচেনা মেয়েকে কিছু খারাপ রাজনৈতিক লোকেদের হাত থেকে বাঁচাতে গিয়ে নিজের জীবন ও নিজের পরিবারের জীবন বিপন্ন করে বসে,সত্যের পথে চলার কারণে ধ্বংস হয়ে যায় ওর পরিবার।সে কোথায়? ওপর তবে অন্য একজনের মনে এক বিদ্বেষী মনোভাবের জন্ম নেয়,হয়ে ওঠে এক চরম শক্তিশালী মাফিয়া।ধীরে ধীরে প্রতিশোধ নেয়,এরই মাঝে কুরে কুরে খায় ওর ইতিহাস।কি হবে শেষে?এর শেষ কি আদেও হবে?সব কি সমান্তরাল হবে?হাজারো মার্ডার,ধর্ষণ,জঘন্যতা কি আর ফিরিয়ে দেবে ওর সেই সাদা মাটা জীবন?