কবিতা, ছড়া, গান, লিমেরিক, সনেট, কাব্য সাহিত্যের আলাদা আলাদা প্রত্যেকটি শাখা মানে রচয়িতার কল্পনার অতল সমুদ্র থেকে তুলে আনা ভাবনা ও লেখনীর ঠাসবুনোনে বাস্তবিকতায় মোড়া টুকরো দৃশ্যপট । সেই টুকরো দৃশ্যপটকে পাঠক পাঠিকাদের মনের মণিকোঠায় পৌঁছে দিতে সাহিত্যের প্রত্যেকটি শাখার সমন্বয় এই ক্ষুদ্র নিবেদন লেখিকার উনবিংশ কাব্যগ্রন্থ ... ‘ ভালোবাসা ’
ধন্যবাদজ্ঞাপন করে লেখিকাকে সম্মানিত করা যায় না। পাঠক পাঠিকাদের সমাদর ভালোবাসায় আপ্লুত হয়ে যাবার মধ্যে রয়েছে এক অনাবিল আনন্দ । সেই আনন্দের নির্যাসটুকু আশা করবো এই সুন্দর রচনাগুলির সৃষ্টিকর্তা মাননীয়া মীনা রায় বন্দ্যোপাধ্যায় মহাশয়া আস্বাদন করবেন ।