আলোর দিশা সাক্ষাৎকার সংকলন আলোর দিশা সাহিত্য পত্রিকার সম্পাদিকা সোমা বিশ্বাস সম্পাদিত একটি সাক্ষাৎকার সংকলন। ২৫ জন বিখ্যাত মানুষের একান্ত ব্যাক্তিগত ভালোলাগা, পছন্দ-অপছন্দ নিয়ে সোমা বিশ্বাসের কাছে তাঁদের অকপট আলাপচারিতার একটি অসামান্য লিখিত সংকলন। আশা করি সবার ভালো লাগবে।