অনলাইন ও অফলাইন ম্যাগাজিনের পাশাপাশি নব আঙ্গিকে চলছে নেট ফড়িং সম্পাদিত একক বই এর কাজ। এই আঙ্গিকে প্রকাশিত হল একক কাব্যগ্রন্থ ‘অকিঞ্চন কথক’। লেখক নেট ফড়িং এর অন্যতম কলম সৈনিক অর্পন গোস্বামী। নেট ফড়িং এর ওপর বইটি সম্পাদনা ও প্রকাশ করার গুরুভার অর্পণ করার জন্য অসংখ্য ধন্যবাদ লেখক-কে। আশা রাখছি পাঠকরাও একইভাবে বইটিকে ভালোবেসে আপন করে নেবেন। শুভেচ্ছা ও অভিনন্দন জানাই প্রিয় লেখক অর্পন গোস্বামী-কে। আপনার লেখনী সমৃদ্ধ করুক বাংলা সাহিত্য-কে।