লেখিকা ঐশ্বর্য সিনহা প্রতিষ্ঠিত ও শিক্ষিত পরিবারের একমাত্র কন্যা, বর্তমানে পেশায় মনোবিদ (clinical & neuro psychologist) হলেও সদা-সর্বদা উচ্চ-শিক্ষায় নিয়োজিত। বর্তমানে পোস্ট গ্রাডুয়েশন ডিগ্রী তে নিয়োজিত রয়েছেন। ইংরেজি মাধ্যমে শিক্ষা লাভ করে পাশাপাশি অনেক ডিপ্লোমা ও সার্টিফিকেশন করেছেন বিভিন্ন বিষয় যেমন Health & Nutriton, Positive Mindfulness, Hapiness coaching & counselling, Yoga & Healing, Naturopathy (Covid warrior emergency clinical services).
দেশ-বিদেশ ঘুরে এখন শান্তি খুঁজে পেয়েছেন সাহিত্য-চর্চায়, ছোটবেলা থেকেই কল্পনাপ্রবণ মনের মানুষ। দাদু ও মায়ের থেকে অনুপ্রাণিত হয়ে জোর দিয়েছেন সাহিত্য-চর্চায়, লিখেছেন বহু ভৌতিক ও প্রেমের গল্প আর বহু কবিতা ও ছড়া। ইতিমধ্যেই নেট ফড়িং প্রকাশনীর থেকে প্রকাশিত হয়েছে লেখিকার লেখা একটি ভৌতিক গল্পের বই ‘মালিনীর কটেজ’ ও কবিতার বই ‘অপেক্ষা করবো’, সেইসাথে প্রকাশিত হল গল্পের বই ‘কাঞ্চনপুরের জমিদার বাড়ি’ যেখানে লেখিকার জীবন-কাহিনীর সাথে পাওয়া যাবে অনেক রহস্য ও রোমাঞ্চের গল্প।
এর পাশাপাশি লেখিকা একজন ক্লাসিকাল ডান্সার, নৃত্য প্রতিভার সন্মান স্বরূপ বিভিন্ন সময় স্কুলে ও স্কুলের বাইরে নানা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন। উচ্চ-শিক্ষার কারণে বর্তমানে এই বিষয়টি চাপা পড়েছে। কয়েক বছর আগে লেখিকা Miss KVS Cooch Behar 2014 ও Best Smile of North Bengal পুরস্কারে পুরস্কৃত হন তার পর এক এক করে Sarod Sundori, The City Crush ও Crown Of City পুরস্কারে পুরস্কৃত হন।
ভৌতিক-অলৌকিক বিষয়ের প্রতি একটু আলাদাই দুর্বলতা আছে লেখিকার। Paranormal investigation, Ghost haunting বা Planchet ও Spirit calling কোনোটাতেই পিছু-পাঁ হননি। লেখিকা পূর্বে SHIVYOG FOUNDATION এর FORUM PRESIDENT এর পদে ছিলেন, সাথেই চলছে তার Occult & Tantra নিয়ে রিসার্চ প্রোগ্রাম রান্নাবান্না ও ঘুরে বেড়ানোতে বিশেষ রুচি আছে কিন্তু দেশের রাজনীতি হোক বা সংসারের কূটনীতি এসব বিষয়ের প্রতি সর্বদাই উদাসীন। ইতিপূর্বে প্রকাশিত লেখিকার ‘মালিনীর কটেজ’ ও ‘আলকোভ’ গল্পগ্রন্থটি পাঠকমহলে ভীষণ সাড়া ফেলেছে। ‘অপেক্ষা করবো’ লেখিকার প্রথম কাব্যগ্রন্থ। এবার প্রকাশিত হল লেখিকার আরও একটি গল্পগ্রন্থ ‘অরণ্যের গভীরে’। পাঠকদের ভালোবাসা নিয়ে লেখিকার কলম চলছে।