লেখক শুভাশীষ রায়ের সাহিত্যের জগতে প্রথম প্রবেশ ‘সখী ভালবাসা কারে কয়’ বইটির মাধ্যমে (২০২১) ।
এই বইটিতে প্রকাশিত হয়েছে লেখকের প্রথম উপন্যাস ‘ভালবাসি শুধু তোমাকে’। মেডিকেল কলেজে পড়তে পড়তে শ্রীপর্ণার মনে ভালবাসার সঞ্চার হয় তারই সহপাঠী সৌমিকের প্রতি । সময়ের সাথে সেই ভালবাসা নানা উত্থান পতনের মধ্যে দিয়ে এগিয়ে চলে । কখনো দুঃখ দেয় তো কখনো আনন্দ । শেষ পাতা অবধি টান টান উত্তেজনায় ভরা এই জীবনধর্মী কাহিনী আজকের প্রজন্মের পথ প্রদর্শক হবে এই ধারণা রাখেন লেখক ।