মানুষের জীবনের দুটি পরম সম্পদ ভালোবাসা আর বিশ্বাস । এই নিয়েই জীবন সংসার নানা ছন্দে বয়ে চলে । কিন্তু লোভ, ষড়যন্ত্র, অবিশ্বাসের হাত যখন সেই জীবনকে স্পর্শ করে তখনই তছনছ হয়ে যায় সব । আর তার ফল ভোগ করতে হয় অনেককে । তুলির নির্ভরতা আর ভালোবাসাও ভয়ানক ষড়যন্ত্রের জালে আবদ্ধ হয়েছিল । কিন্তু সেই নিষ্ঠুর সত্য যখন সামনে আসে তখন তুলির মনের জগতে যে সুতীব্র যন্ত্রণা সৃষ্টি হয় তাই থেকেই উদ্ভব হয় এক প্রতিশোধের গল্প ... “ বিচিত্র ত্রিকোণ ”