ব্লগে বা সোশ্যাল মিডিয়ায় লেখার একটা বিরাট সুবিধা হল, যে কোন বিষয়ের ওপরে লেখা যায়। তাৎক্ষনিক চিন্তাভাবনা বা ঘটনার ওপরে নিজস্ব চিন্তা মিশিয়ে পাঠকের কাছে তুলে ধরা যায়। আবার বিষয় নির্বাচনের ক্ষেত্রে একশ দুশপাতা লিখতে হবে, সেরকম কোনও মানসিক চাপ থাকে না। আবার অনেক বেশী পাঠকের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। অবশ্য সেই লেখাগুলোকে বই আকারে প্রকাশ করে পাঠকের অভিনন্দন বা সুমন্তব্য আদায় করা যায় না, কারণ পাঠক বিষয়ের প্রাচুর্য এবং একটির সাথে অন্যটির কোনপ্রকার মিল না থাকায় বিরক্ত হতে বাধ্য। তবুও লেখাগুলোকে একটি আঙ্গিনায় লিপিবদ্ধ করার বাসনাতেই বই আকারে প্রকাশ করা।