কবি প্রকৃতির ক্রমবর্ধমান রূপ লাবণ্যে মুখরিত হয়েই তার এইসব কবিতা লিখেছেন। তার সমস্ত কবিতায় প্রকৃতির প্রতি তার গভীর টানকে দরশায়। বিশেষত তিনি বসন্ত ঋতুর সৌন্দর্যকেই এই বই এর বিভিন্ন কবিতায় ফুটিয়ে তুলেছেন। তিনি বসন্তের সাথে এক অলৌকিক নারীর সাদৃশ্য গড়ে তুলেন। তিনি যেন বারে বারেই সেই অলীক নারীর প্রেমে পড়ে যান।
গ্রাম্য প্রকৃতির প্রতি টান, শান্ত নির্মল বন,স্নিগ্ধ হাওয়া,রঙিন মেঘ,পাখির সুর, সবকিছুই তাকে এসব লেখতে বিশেষ ভাবে অনুপ্রাণিত করেছে