বহু বছর আগে অবুঝ শৈশবে অনিবার্য অবহেলায় ফেলে রেখে চলে গেছিলেন যারে, তারে আবার নতুন করে ফিরে দেখার আশায় রওনা হয়ে পড়লেন একদিন । বিস্মৃত জীবনস্মৃতির পথ বেয়ে, প্রায় অর্ধশতাব্দী পেরিয়ে এসে নিজেদের অস্তিত্ব রক্ষার সেই শেকড়ের খোঁজে ঘুরে বেড়িয়েছেন জন্মভূমির পথে-প্রান্তরে, প্রত্যন্ত গ্রাম থেকে গ্রামান্তরে । সম্মুখীন হতে হয়েছে বহু বিচিত্র হৃদয়স্পর্শী আর নয়তো কিছু অপ্রীতিকর অভিজ্ঞতার । পরিচয় ঘটেছে নতুন নতুন মানুষ আর আত্মীয়ের সঙ্গে । অর্জিত হয়েছে অমূল্য উপলব্ধি । সাক্ষাৎ হয়েছে কিছু পরিচিতজনের সঙ্গে প্রায় পঞ্চাশ বছর পরে । অনবদ্য সেই অভিজ্ঞতা আর নতুন করে ফিরে দেখার সেই উপলব্ধিগুলো লিপিবদ্ধ হয়েছে এই নিবন্ধ তথা ভ্রমণ উপন্যাসে ।