জীবনের বিভিন্ন ঘটনাকে বারবার ফিরে দেখতে ইচ্ছে করে আমাদের সকলেরই। আমারও সেইরকমই ইচ্ছে করে। যদি সেই পুরনো দিনগুলি ফিরে পেতাম, আশা পুরন হবেনা জেনেও বারবার একই ইচ্ছে ফিরে ফিরে আসে মনে। জীবনের অতীত ফিরে দেখার চেষ্টা করতে গিয়েই লেখার আকারে রেখে দেওয়ার বাসনা জাগে মনে। সেই বাসনারই ফল এই বইটি।