ফ্রাঁসোয়া বার্ণিয়ের তাঁর ভারত-ভ্রমণ বৃত্তান্ত সত্যদ্রষ্টার দৃষ্টিতে লিখেছেন। যেমন তাঁর পর্যবেক্ষণশক্তি, তেমনি তাঁর যথাযত বর্ণনার ক্ষমতা। তাঁর সন্ধানী দৃষ্টি রাজদরবার থেকে বাইরের হাটবাজার পর্য্যন্ত প্রসারিত ছিল। বাদশাহী-আমলে আমাদের পূর্বপুরুষদের জীবনযাত্রা বিষয়ে যাঁদের কৌতূহল আছে, তাঁদের বইটি ভালো লাগবে।