বইটিতে বাংলার সঙ্গীত জগতের বিশিষ্ট উস্তাদের বিরল সাক্ষাৎকার রয়েছে। এছাড়াও, এতে রবীন্দ্রসঙ্গীত, অতুলপ্রসাদের গান, বাংলা আধুনিক গানের বিস্তারিত আলোচনা করা হয়েছে। বাংলা মঞ্চের দুই দিকপাল শম্ভু মিত্র ও মনোজ মিত্রকে নিয়ে দুটি মূল্যবান প্রবন্ধ রয়েছে। সামগ্রিকভাবে একে বাংলায় সঙ্গীত ও নাটকের জগতের ভান্ডার বলা যেতে পারে।