নন্তু টোটোর সঙ্গে গঙ্গারাম রিকশাওয়ালার আজকাল খুব ঝামেলা চলছে। নন্তু নতুন টোটো চালাচ্ছে। আর গঙ্গারাম অনেকদিন ধরে এলাকায় রিক্সা চালায়।
গঙ্গারাম কিছুতেই নন্তুকে দেখতে পারে না। নন্তু তার ব্যবসা কমিয়ে দিয়েছে। এদিকে নন্তুও গঙ্গাকে দেখলেই ঠাট্টা করতে শুরু করে। “ও কাকু, ওই রিক্সা টেনে আর কতদিন? তুমি বরং আমার মত একটা টোটো কিনে ফেলো”।
গঙ্গা বলে, “যা যা। তুই কী বুঝবি পরিশ্রমের মূল্য? ফাঁকিবাজি করে ব্যাটারিতে এদিক ওদিক লোক নিয়ে যাস। এক টাকার বেশি ভাড়াই নেওয়া উচিত না। তুই তো ঠগ”।
নন্তু রেগে গিয়ে বলে, “আর তুমি যে প্রত্যেকবার মেলা হলেই দশ টাকার ভাড়া কুড়ি টাকা করে নাও, তার বেলা? সেটা বুঝি ঠগবাজি নয়?”
গঙ্গা গম্ভীর গলায় বলে, “সেটাকে ডিমান্ড সাপ্লাই বলে। ডিমান্ড বাড়লে সাপ্লাই কমে, তখন দাম বেড়ে যায়। একে ব্যবসা বলে। ঠগবাজি না। মাথায় ব্যাটারি থাকলে বোঝা সম্ভব না, বুঝলে খোকা?”
নন্তু গজগজ করতে থাকে, “এতোই যখন জানো তখন শহরে গিয়ে চাকরি না করে রিক্সা চালাচ্ছো ক্যানে?”
….
গোলোকপুরের পরশপাথর থেকে। প্রচ্ছদ ও অলংকরণ- মহফুজ আলি