বাইশ সংখ্যক এই পুস্তকটির নাম " গল্প কথায় মীনা রায় "। নামকরণ থেকেই স্পষ্ট মূলত গদ্যর বই। অণুগল্প, সময়োপযোগী পাঁচটি প্রবন্ধ, কিছু পত্রসাহিত্য রয়েছে। মোট সাতচল্লিশটি ভিন্ন স্বাদের লেখা একই মোড়কে।
মীনা রায় বন্দ্যোপাধ্যায় ২০১৩ সাল থেকে নিজের পুস্তক প্রকাশিত করছেন। এ পর্যন্ত তাঁর পুস্তক সংখ্যা বাইশটি। এ ছাড়া যৌথ পুস্তক বা সম্পাদিত পুস্তক অসংখ্য। দুই বাংলাতেই তাঁর লেখা প্রকাশিত হয়। সুপরিচিতি ছড়িয়ে পড়েছে বহু মানুষের মনে। বর্তমানে বহু মুখবই সংস্থাতে যুক্ত।
জন্ম ২৯ জানুয়ারি ১৯৬৪ সাল। বি এ সাম্মানিক ইতিহাস, শিক্ষক-প্রশিক্ষণ শিক্ষা লাভ করে মাস্টার্স করেছেন। মূলত গৃহবধূ। সমাজসেবী এই লেখিকা সাহিত্যের বিভিন্ন দিকেই স্বচ্ছন্দ বিচরণ। রবীন্দ্রনাথ ঠাকুর, শ্রীরামকৃষ্ণদেব ও মা সারদার ভাবাদর্শে প্রাণীত।