◆ শংকর হালদার শৈলবালা রচিত গল্প সামগ্রীর ১৫ টি ভৌতিক গল্প নিয়ে একক গল্প সংকলন "গল্প শব্দ সঞ্চয়ন"- দ্বিতীয় খন্ডের পান্ডুলিপি পড়লাম।
গোয়েন্দা কাহিনী সম্পর্কে বহু বই পড়েছি কিন্তু শংকর হালদার শৈলবালার “গৃহবধূর মৃত্যুর প্রতিশোধ।” ভৌতিক গোয়েন্দা কাহিনী প্রথম পড়লাম। তার লেখনীর মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের সমস্যার কথা গুলো তুলে ধরেছেন। আবার কোথাও সমাজের চির ব্যাধির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।
◆ “কাশ্মীরে শিশুর আত্মার কান্না।” গল্পের মধ্য দিয়ে কাশ্মীরের স্বর্গ বলা হয় কিন্তু সেই স্বর্গে জাত পাতের বিচার ও লড়াই কোন দিন বন্ধ হয়নি। এই গল্প থেকে সেটা আমরা জানতে পারি। স্বর্গ নামক স্থান কলুষিত।
◆ পেত্নী সেজে স্বামী জব্দ ও আতঙ্ক বউ জব্দ। সমাজের শিক্ষানীয় কিছু বিষয় তার গল্পের মাধ্যমে লক্ষ্য করা যায়।
◆ লেখক ভূতের গল্প লিখেছেন কিন্তু কখনো ভূত কে প্রাধান্য দেননি, সব সময় তার লেখনীর মধ্য দিয়ে ভূতের বিষয়টি অলৌকিক ঘটনা না ভেবে বাস্তব ঘটনা বর্ণনা দেওয়ার চেষ্টা করেছেন।
◆ শংকর হালদার শৈলবালার জন্ম ১৪ জানুয়ারি ১৯৬৮ খ্রিস্টাব্দ। ৫৬ তম জন্মদিন উপলক্ষে বই প্রকাশের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
◆ সাহিত্য জগতের জন্ম মাত্র ৫ বছর (২০১৮ থেকে ২০২৩) বয়সে ৬১৫ টি রচনা পেয়েছি । তার মধ্যে গল্প, উপন্যাস, কবিতা ও লেখকদের জীবনী মূলক প্রবন্ধ সহ বিভিন্ন বিষয়ের উপর তার লেখনী।
◆ তার জন্মদিন শুভ হোক আর লেখনীর মাধ্যমে দীর্ঘদিন বেঁচে থাক এই কামনা করি।
ডক্টর নরেন্দ্র নাথ নস্কর
১৭.১২.২০২৩