হিন্দুস্তান তথা সমগ্র বিশ্বের প্রতি অফুরান শারদ শুভেচ্ছা । অসংখ্য শুভাকাঙ্খীর শুভ প্রচেষ্টায় সফল হল হিন্দুস্তান সাহিত্য পত্রিকা প্রকাশের সুন্দর উদ্যোগ ।
বহু গুণী স্রষ্টার অমূল্য সৃষ্টিতে অতুল সমৃদ্ধি পেয়েছে পত্র রাণী। অপার সৌন্দর্যে রমণীয় শ্রীঅঙ্গ । কাব্যের কাশ ফুলে ভাবের শিশির জমে আছে থরে থরে ।
পাঠক মহলে এর আগমন অভিনব । সকলের ভালোবাসার কুসুম কুড়িয়ে ভরে উঠুক হিন্দুস্তানের আঁচল । জ্ঞানের পবিত্র আলো ছড়াক বিশ্ব ময় । সুরভীত শিউলি ফুলের মত পরশ করুক সবার হৃদয় ।
মহা শঙ্খ ধ্বনিতে ঘোষিত হোক হিন্দুস্তানের জয় । জগন্মাতা শ্রীদূর্গার আশিসে ধন্য হোক, পুণ্য হোক, শাশ্বত হোক হিন্দুস্তান ।