"সে বইয়ের ভাঁজ থেকে সেই ভাঁজ করা কাগজটা বের করে মনীষাকে দিল। মনীষা ভাঁজ খুলে দেখল তার নামটা এখনও জ্বলজ্বল করছে। তারপর দুজনে রাতের আকাশের নিচে হাওয়ায় মন ভাসিয়ে দিয়ে স্বাধীন প্রজাপতির মতো এক রাতের মুক্তির স্বাদ অনুভব করল। বৃষ্টি নেমে তাদের হৃদয়ের উষ্ণতাকে প্রশমিত করল।"
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners