স্কুল জীবনে মনে যা আসত লিখতাম । স্কুলের মাসিক দেওয়াল ম্যাগাজিনে বড়দাদারা স্থান করে দিতেন । বার্ষিক ম্যাগাজিনে স্থান পেত । ভবিষ্যতে কলম ধরে লিখব বই ছাপাব কল্পনাও করিনি । পারিবারিক জীবনে শিক্ষকতা আর সংসার নিয়ে ব্যস্ত থাকতাম । নদীতে মাছ ধরা , হোমিওপ্যাথিক চিকিৎসা করে সমাজ সেবায় আমার মূল লক্ষ্য ছিল । অবসর জীবনে গ্রাম ছেড়ে শহরে এসে বেকার ঘরে বসে থাকা ছাড়া কাজ নাই । ইচ্ছা হল কলম ধরতে । মুর্শিদাবাদ সাহিত্য আড্ডার সাথে যুক্ত হলাম । লেখার নেশায় আবারো কলম ধরলাম । প্রথমত আধ্যাত্মিক প্রবন্ধ ,মনীষীদের জীবনী নিয়ে লিখতে শুরু করি । পরে বন্ধুদের অনুরোধে সাধারণ পারিবারিক জীবন যাপন সম্পর্কিত বিষয় নিয়ে মনোনিবেশ করি । পাঠকের ভাল লাগলে ও আনন্দ পেলে আমার শ্রম সার্থক বলে মনে করব ।
ইতি--- নৃপেন্দ্রনাথ বিশ্বাস ।