আমার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশ হওয়ার কথা ছিল - কল্পনার আল্পনায় কবিতারা । আমার সম্পাদিত পত্রিকা আলোর দিশা সাহিত্য পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশ হওয়ার কথা ছিল ওইদিন। কিন্তু সেই সময়ের এক প্রকাশিকা আমাকে প্রতারণা করেছিলেন অর্থ নিয়ে, সেই সময় পত্রিকাকে বাঁচাতে কল্পনার আল্পনায় কবিতারা কাব্যগ্রন্থ স্থগিত রাখা হয়েছিল। এখন কবি বিপ্লব সরকার মহাশয় এবং নোশন প্রেসের সহায়তায় "কল্পনার আল্পনায় কবিতারা" কাব্যগ্রন্থের সাথে পাঠক বন্ধুরা পরিচিত হবেন।