ট্রান্সজেন্ডার মানুষরা যে জীবনের শুরুতেই শিক্ষা থেকে বঞ্চিত হয়ে একটি অন্ধকার জীবনের দিকে চলে যায়। শিক্ষা থেকে বঞ্চিত হবার মূল কারণ তাদের জেন্ডার আইডেন্টিটি। খুব দুঃখজনকভাবে হলেও মেয়েরাও বোঝে না, ছেলেরাও বন্ধু হয় না এবং শিক্ষক-শিক্ষিকারাও সাথ দেয় না। তবে কি ব্যতিক্রম নেই? অবশ্যই আছে এবং থাকবেই। আমাদের লক্ষ্য আমরা যে বাচ্চাদের সাথে যুক্ত আছি তাদের মধ্যে থেকে যদি দু’জনও বড় হয়ে তার কোনো সহপাঠি যদি LGBT কমিউনিটির মানুষ হয় এবং তাকে বোঝে সেটাই আমাদের সার্থকতা।