২০২০ লকডাউনের কয়েক মাসে আমরা এক অন্য পৃথিবী দেখেছি, যার সাথে আমরা পরিচিত ছিলাম না একেবারেই। দেখেছি এক বন্দীজীবন, দেখেছি মানুষের সহমর্মীতা, দেখেছি অসহায়তা, কিছু সাফল্য – কিছু ব্যর্থতা। সবে মিলে এই ইতিহাস একেবারেই নজিরবিহীন। গৃহবন্দী মননের এই যন্ত্রণা ফুটে উঠতে দেখেছি অনেক টুকরো টুকরো সামাজিক ছবির মাধ্যমে। স্বাস্থ্য বিভাগের অসংখ্য কর্মী যেভাবে নিরলস সমর্থন জানিয়েছেন – তার তুলনা হয় না। দেশে বিদেশে মৃত্যুর হাহাকার। অনেক মৃত্যুপথযাত্রী তাঁদের শেষ মুহূর্ত কাটিয়েছেন একাকীত্বে, হয়তো রেখে গেছেন পরিবারের জন্য ভিডিও বার্তা, কখনও বা তাও না। অনেকে আবার চিকিৎসার অভাবে অসহনীয় যন্ত্রণার সম্মুখীন হয়েছেন নিজের বাড়িতেই। সবে মিলে এভাবে গোটা পৃথিবীকে প্রকৃতির কাছে এভাবে মাথা নোয়াতে আমরা অনেক প্রজন্মেই দেখিনি। বিগত কয়েকটি সপ্তাহ কেটে গেছে নিদারুণ অস্তিত্বের সঙ্কট এবং মানসিক যন্ত্রণায়। একের পর এক করুণ সংবাদ আমাদের পক্ষে এই সময়টিকে করে তুলেছে আরও বিষময়। অগণিত মৃত্যু এবং অসহায়তাকে একটু একটু করে গ্রাস করেছে অবসাদ। এই কঠিন সময়ের টুকরো টুকরো ছবিকে অমরত্ব দিয়েছেন গল্পের ক্যানভাসে ১২ জন আধুনিক কাহিনীকার।