অনলাইন ও অফলাইন ম্যাগাজিনের পাশাপাশি নব আঙ্গিকে চলছে নেট ফড়িং সম্পাদিত একক বই এর কাজ। এই আঙ্গিকে প্রকাশিত হল কবি সুবীর সরকার এর একক কাব্যগ্রন্থ ‘মহড়াকক্ষ’। নেট ফড়িং এর ওপর বইটি সম্পাদনা ও প্রকাশ করার গুরুভার অর্পণ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই কবি-কে। আশা রাখছি পাঠকরাও একইভাবে বইটিকে ভালোবেসে আপন করে নেবেন। শুভেচ্ছা ও অভিনন্দন জানাই প্রিয় কবি সুবীর সরকার-কে। আপনার লেখনী সমৃদ্ধ করুক বাংলা সাহিত্য-কে।