কথা ও সুরের মিলনে সৃষ্টি হয় গান আর গানের ডানায় ভর করে শ্রোতা পৌঁছে যান কল্পনার দেশে। বিচরণ করেন স্বপ্নের আঙিনায়। দ্বন্দ্বময় জীবনের নিঃসঙ্গতা, বিরহ-যন্ত্রণা-কে ভুলতে গান ছাড়া আর কাউকে সেভাবে পাশে পাওয়া যায় না। A.Hunt তাই বলেছেন “Music is the medicine of breaking heart.” কবি জয় গোস্বামী ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতায় লিখেছেন অস্ত্র রাখ গানের দুটি পায়। একমাত্র গানের পায়ে আমার সঁপে দিতে পারি আমাদের হিংস্রতাকে। তবেই তো গানের সার্থকতা। বতর্মান যুদ্ধের ভয়াবহতা লক্ষ্য করে এই কাব্যে লেখা হয়েছে যুদ্ধ বিরোধী একটি গান।