বন্ধুত্বের কিছু মুহূর্ত থাকে, যা সময়ের সীমানা পেরিয়ে স্মৃতির গভীরে গেঁথে যায়। আমাদের এক বন্ধুর বিয়ে। সেই আনন্দঘন মুহূর্তে বহুদিন পর একত্রিত হলাম পাঁচ বন্ধু - দুজন মেয়ে ও তিনজন ছেলে। আমাদের মধ্যে একজনের বিয়ে ক'দিন বাদে। প্রত্যেকেই আজ নিজ নিজ জীবনে প্রতিষ্ঠিত। সকলেই ব্যস্ত। মাঝে মাঝে দেখা বা কথা হয়। তবু ভেতরের কোথাও রয়ে গেছে না বলা কিছু কথা, অপ্রকাশিত কিছু অনুভূতি।
বিয়ের কোলাহল, হাসি-আড্ডা আর উৎসবের মধ্যেই তারা সিদ্ধান্ত নেয়- এই কয়েকটি রাত শুধু উৎসবের নয় - এই রাতগুলো হবে নিজেদের জীবনের আয়না। প্রতিদিন রাতে তারা একজন করে নিজেদের জীবনের সেই গল্প বলবে, যা কখনও বলা হয়নি, যা সময়, পরিস্থিতি কিংবা সাহসের অভাবে চাপা পড়ে গিয়েছিল।
এই গ্রন্থের এই খণ্ডে স্থান পেয়েছে সেই পাঁচ বন্ধুর মধ্যে দুজনের বলা গল্প। এই গল্পে তাদের অভিজ্ঞতা, অনুভব, ভালোবাসা, ক্ষত, স্বপ্ন আর বাস্তবতার টানাপোড়েন উঠে এসেছে। এই গল্পগুলো কেবল ব্যক্তিগত নয়; এর মধ্যে প্রতিফলিত হয় আমাদের চারপাশের চেনা মানুষের না বলা কথাগুলো।
আশা করি, এই গল্পগুলো পাঠকের হৃদয়ে এক নীরব স্পর্শ রেখে যাবে ,কখনও স্মৃতির জানালা খুলে দেবে, কখনও নিজেকেই নতুন করে চিনতে সাহায্য করবে।