দুর্গোৎসবে সাহিত্য-প্রেমী থেকে শুরু করে সর্বসাধারণের খুশি-কে আরো আনন্দময় করে তুলতে নেট ফড়িং এর পক্ষ থেকে প্রকাশ করা হয় পূজা সংখ্যা। প্রতি বছরের মতো এবছরও বিখ্যাত, নবীন ও প্রবীণ কবি/লেখকদের লেখনীর সম্ভার নিয়ে প্রকাশিত হল ‘নেট ফড়িং পুজা সংখ্যা - ২০২২’। আশা রাখছি প্রত্যেকের ভীষণ ভালো লাগবে এই শারদ সংখ্যা। সেই সাথে নেট ফড়িং এর পক্ষ থেকে সবাই-কে জানাই শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।