নেট ফড়িং এর লেখক লেখিকাদের লেখা অণুগল্প দিয়ে সাজানো বিশেষ সংকলন 'নেট ফড়িং অণুগল্পের বইঠিকানা'। অণুগল্প সংকলন করার কথা ভেবে বিজ্ঞপ্তি দিয়ে লেখা সংগ্রহ করাও হয়েছিল। লেখা সংগ্রহ, বাছাই করা, প্রুফ দেখার পর সমস্তটাই গোছানো ছিল আমাদের দপ্তরে। বাঁধ সাধলো করোনা পরিস্থিতি, যে পর্বে বই ছাপানোর কথা ভাবা হয়েছিল সেসময় করোনার কারণে এ কাজ করা যথেষ্ট কঠিন হয়ে ওঠে। ফলস্বরুপ স্থগিত রাখা হয় বই ছাপানোর কাজ। এ বছরের শুরু থেকেই প্রতি মাসে নেট ফড়িং এর মুদ্রণ সংখ্যা ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে। তাই যে অণুগল্প সংকলনের কাজ করোনার কারণে বন্ধ হয়ে গেছিল তা আবার পুনরায় শুরু করে সুসম্পন্ন করা হল।