কবিতা, ছড়া, গান, লিমেরিক, অনুগল্প, প্রবন্ধ, সনেট সাহিত্যের আলাদা আলাদা প্রত্যেকটি শাখা মানে রচয়িতার কল্পনার অতল সমুদ্র থেকে তুলে আনা ভাবনা ও লেখনীর ঠাসবুনোনে বাস্তবিকতায় মোড়া টুকরো দৃশ্যপট । সেই টুকরো দৃশ্যপটকে পাঠক পাঠিকাদের মনের মণিকোঠায় পৌঁছে দিতে সাহিত্যের প্রত্যেকটি শাখার সমন্বয় এই ক্ষুদ্র নিবেদন লেখিকার অষ্টাদশ সংখ্যক পুস্তক ... ‘ পাঁচমিশেলি রচনায় ’