প্রারম্ভ একটি যৌথ সংকলন। এটিতে প্রায় ৪৬ জন কবি-সাহিত্যিকদের লেখা গৃহীত হয়েছে। সম্পাদক - চন্দন কর। সোমা বিশ্বাস সম্পাদনা করতে সাহায্য করছেন। এটি ৬৪ পাতার বই।
চন্দন কর হলেন কবি-সম্পাদক। তিনি প্রারম্ভ সাহিত্য পত্রিকার সম্পাদক। প্রারুম্ভ প্রকাশনের প্রকাশক । তিনি হিন্দীতে কবিতা লিখতে ভালোবাসেন। এই বইটিতে একাধিক লেখক-লেখিকার লেখা প্রকাশিত হয়েছে।