এটা দুই ফুলের গল্প যারা অত্যন্ত ঘনিষ্ট বন্ধু। যদিও দেখতে তাদের একে অন্য হতে সম্পুর্ন আলাদা। এই দুই ফুলের সাথে বন্ধুত্ব হয় নানান পশু-পাখীদেরও। যখনই আমরা বাড়ি হতে পথে বেরুই, আমরা অনুভব করি যে আমরা প্রত্যেকে দেখতে সম্পুর্ন আলাদা, নানাভাবে। তাই যতক্ষণ আমরা বাহিরে বের না হচ্ছি জানতেই পারব না এই পৃথিবীর বিভিন্ন বর্নের, প্রতিভার ও প্রকৃতির প্রানীদের। যেমনটি অন্ধকার কুঁয়োতে থাকা সেই ব্যাংটির মত যে কুঁয়োর বাহিরের জগতটা চেনেই না। এর বদলে আমাদের দরকার সাহস করে এই সুন্দর পৃথিবীর নানান প্রাণীকে দেখা, তাদের সঙ্গে বন্ধুত্ব করা।
ভিন্নপ্রকার দেখতে হওয়া খারাপ নয়। আসলে, খারাপ তো খারাপই হয়। এই গল্পটির উদ্দেশ্য ছোট-ছোট বাচ্চাদের উৎসাহিত করা যাতে তারা এই জগতের সকল সুন্দর প্রানী ও বস্তুদের সাহস ও দৃঢ়তার সঙ্গে দেখে বন্ধুত্ব করে। ভালোর প্রশংসা করে, এই সুন্দর পৃথিবীকে চিনতে ও জানতে পারে।