লেখকের হৃদয়ের প্রকোষ্ঠে জমে থাকা কত কল্পনায় বোনা কালির ছোঁয়ায়, হাজারো ভাবনার আঁকিবুঁকি লেখকের হৃদয় উদ্বেলিত হয়, এবং বাস্তবতার নিরিখে কত ভাঙ্গা গড়া স্মৃতির জন্ম দেয় । প্রেম, প্রতিবাদ, ত্যাগ, আদর্শ, নিষ্ঠা সবকিছুর অপূর্ব মিশেল এই উপন্যাস ।
উপন্যাস মানে একটা জীবন । জীবনের মধ্যে থাকে আবেগ অনুভূতি আর বাস্তবতার আলোক যা পাঠকের কাছে এক জীবন্ত নিদর্শন । লেখকের অনুভূতির মোড়ক পাঠকের শিরা-উপশিরায় সঞ্চারিত করবে আবেগ । সেই আবেগে হাজারো প্রতিবিম্ব ফুটিয়ে তুলবে পাঠকের, চেতনায় ও অনুভবে ।
জীবন হলো বিচিত্র উপলব্ধির শিকল দিয়ে গাঁথা । ভালো-মন্দ, চড়াই-উৎরাই ভরা মানুষের জীবন । এই উপন্যাসে প্রত্যেকটি পর্ব বৈষয়িক পরতে পরতে সাজানো এক একটি চমকপ্রদ আকর্ষণীয় কবিতা স্তবকের ঝলক দিয়ে তৈরি সুখ, দুঃখ, রোমাঞ্চে ভরা এক সামাজিক আকর্ষণীয় উপন্যাস যা অন্যান্য উপন্যাস থেকে একটু ভিন্ন আঙ্গিকে সাজিয়ে তুলেছে ।
-এই উপন্যাসের মূল উদ্দেশ্য হলো সৎ পন্থা অবলম্বন ।
"মানবতা হোক ধর্ম মনুষ্যত্ব হোক জাতি"
কোনো পরিস্থিতিতে অন্য কাউকে কাঁদিয়ে সুখ নয় । অন্যকে কাঁদিয়ে যে সুখ পাওয়া যায় সে সুখ নয়, সেটা হলো অভিশপ্ত সুখ, পথভ্রষ্টতার সুখ । পথভ্রান্ত একজনও কেউ যদি আমার এই উপন্যাসটি পড়ে সুপথগামী হন, অপরের কল্যাণের কাজে নিজেকে নিয়োজিত করেন, নিজের মনকে কলুষ মুক্ত করে বীরের ন্যায় প্রকৃত স্বার্থক ভাবে মাথা উঁচু করে বাঁচতে পারেন তবে আমার এই উপন্যাস লেখা প্রকৃত সার্থক হবে ।
"এই জীবনের পথ সোজা নয় যেন
বড় আঁকা- বাঁকা বন্ধুর
পথে থামলেই হারা, হারাবো না মোরা
যেতে হোক যাব বহুদূর...."