রবীন্দ্রনাথ জীবনের কত সহস্র চিঠি লিখেছেন তার ঠিকঠিকানা নেই। আত্মীয়-পরিজন, বন্ধুবান্ধব, চেনা-অচেনা শত শত মানুষকে তিনি ক্লান্তিহীন চিঠি লিখেছেন সারাজীবন ধরে। তার অনেকগুলিই হারিয়ে কিম্বা নষ্ট হয়ে গেলেও যেগুলি পাওয়া গিয়েছে তাইই আমাদের কাছে সম্পদ। ১৮৯০ থেকে ১৯০২ সালের মধ্যে স্ত্রী মৃণালিনী দেবীকে লেখা রবীন্দ্রনাথের ৩৬টি চিঠির বিষয়বস্তু নিয়ে আমাদের এই পর্বের আলােচনা।