IBJCAL, eISSN: 2582-4716 (Special Issue)। এই বিশেষ সংখ্যায় বাংলা সাহিত্যে ভাষা ব্যবহার অর্থাৎ সাহিত্যের ভাষা কীভাবে সাহিত্যে ভাবনার বাহন হয়ে ওঠে, কীভাবে তা শৈলীর আঙ্গিক নির্মাণে অনবদ্য হয়ে ওঠে তাই অনুসন্ধান করা হয়েছে। কীভাবে তা কালের নিয়মে বিবর্তিত হতে থাকে সেই বিষয়ের সাথে সাথে বাস্তব জীবনে ভাষার ব্যবহার আর সাহিত্যে ভাষার ব্যবহারের কোথায় প্রভেদ তাও খুঁজে দেখার লক্ষে এই সংখ্যার পরিকল্পনা। এটা এইরকম বিষয়ে পরিকল্পনার প্রথম সম্পূর্ণ প্রয়োগ। এই বিষয়ে আগ্রহী পাঠক / গবেষকদের কাজে সহায়ক হলে এবং জ্ঞানপিপাসুগণের পিপাসা নিবৃত্তির সামান্যতম প্রয়াসে সাফল্য পেলে তা আমাদের সামগ্রিক পরিশ্রম সার্থক হবে।
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners