আপনাদের প্রথমেই হয়তো মনে একটা প্রশ্ন জাগতে পারে যে এই " সমীন্দ্র নাথ " কে ? ইনি আমার মামা । আজ আমি যা কিছু বিশেষত আমার শিক্ষাজীবনে বা শিক্ষাগত দিক থেকে এনার অবদান অনস্বীকার্য । ইনি আমার গুরু স্বরূপ । আবার মামাও বটে । তাই অনেকদিন ধরেই ভাবছিলাম যে গুরুদক্ষিণাই বলেন আর কৃতজ্ঞতা প্রকাশই বলেন কিভাবে ব্যক্ত করা যায় । সত্যি কথা বলতে কি আমি মন থেকে ওনার ঋণ শোধ করতে চাই না , ওনার ঋণ আমি মাথায় নিয়েই সারা জীবন চলতে চাই । তাই ওনার চরণে আজ আমার এই ক্ষুদ্র নিবেদন ।