স্বামী বিবেকানন্দের কন্ঠে উচ্চারিত বাণীর অন্তর্নিহিত উত্তাপ ও স্পন্দন স্থান কালের গণ্ডি ছাড়িয়ে পৃথিবীর সর্বত্র মানুষকে স্পর্শ করেছে। তাঁর বাণী ও রচনা গ্রন্থের বিভিন্ন খন্ডে প্রকাশিত নানান প্রবন্ধ, চিঠিপত্র ও বক্তৃতা বলী থেকে আজও আমরা সেই মহার্ঘ অমৃতের আস্বাদন করে চলেছি। এই বিপুল রচনা সম্ভার থেকে তরুণ শিক্ষার্থীদের জীবন গঠনের উপযোগী ১০টি ছোট গল্প ও ১০০টি অমূল্য বাণী এই পুস্তক খন্ডে সংকলিত হলো। ভবিষ্যতের যুব সম্প্রদায় এর থেকে সামান্যতম উপকৃত হলে আমাদের প্রয়াস সার্থক হবে।
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners