এই গল্পের বই প্রধানত চার বন্ধুর ভ্রমণ সংক্রান্ত কাহিনী। তাদের যাত্রাপথ নির্জন দ্বীপে রহস্যে ঘেরা কোন এক নৈসর্গিক পরিমন্ডলে সকলে মিলে সময় কাটানো। ব্যস্ত জীবনের ফাঁকে কটা দিন ফেলে আসা দিনগুলির আবেগঘন স্মৃতি রোমন্থণ। শৈশব জীবনকে নতুন করে খুঁজে পাওয়ার এক ঐকান্তিক বাসনা। অবশেষে তার অচেনা ছন্দে অবগাহন করে প্রাকৃতিক দুর্যোগে, পরবর্তীতে প্রবল সঙ্কটে পড়ে হাবুডুবু খাওয়া। এই সব কিছু মিলিয়ে প্রতিকূলতায় পরে ওদের চরম দুর্ভোগ!...... রয়েছে সাসপেন্স, প্রচুর টুইস্ট। লেখকের প্র