শাক্তগীতি মায়ের 'প্রসাদ', মাতৃশক্তি আরাধনার মূলমন্ত্র। শাক্ত পদাবলী মাতৃশক্তির কথা সরাসরি বলিলেও বৈষ্ণব পদাবলী প্রেমের, রাধা – কৃষ্ণের প্রেমলীলার কথা বর্ণনা করে। দুই পদাবলীর মধ্যে গঠনগত, বিন্যাসগত এবং ভাবগত অমিল থাকিলেও উভয়কেই মুলতঃ নারীশক্তির আরাধনা বলিলে অত্যুক্তি হয়না। মানব সভ্যতার উৎস সময় হইতেই নারীশক্তিকে মুলাধার হিসাবে বর্ণনা করা হয়ে থাকে এবং সম্ভবতঃ এই ধারনা হইতেই নারীশক্তির আরাধনা শুরু হইয়াছিল এই জগতসংসারে। যতদিন এই পৃথিবী রহিবে, ততদিন নারীশক্তির আরাধনা রহিবে, দুই পদাবলীই এই ধরাধামে বিরাজ করিবে।