উত্তম দাস, এই পৃথিবি তে অবস্থিত "ভারতবর্ষ" নামক এক দেশে, "কলকাতা" নামক এক শহরে, "উত্তর ২৪ পরগনা" জেলায়, "ব্যারাকপুর" অঞ্চলে, "টিটাগড়" থানার অন্তর্গত, এক ক্ষুদ্রপল্লীতে বসবাসকারী। ১৯৮৪ সালের 20শে ডিসেম্বর বৃহস্পতিবার, ব্যারাকপুর অঞ্চলে লিভারপুল পূর্বপল্লীতে, নিজ বাসভবনে জন্মগ্রহণ করেন,ইনি। মাত্র 11 বছর বয়সে ১৯৯৬ সালে তার পিতৃ বিয়োগ ঘটে। প্রচন্ড কঠিন পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করে তিনি জীবন অতিবাহিত করেন। মাত্র 11 বছর বয়সে তার নিজের দৈনন্দিন আহারের তাগিদায়, কর্মজীবন শুরু করেন তিনি, এক অর্থবান ব্যক্তির গৃহে থাকা খাওয়া পড়ার দাসত্ব গ্রহণ করেন তিনি। তার শিক্ষাগত যোগ্যতা বৃদ্ধি ঘটাবার জন্য, তার পাশে দাঁড়াবার মতন কেউ ছিলনা, তাই সে আজও মূর্খ। তার দুখিনী মাতার ছত্রছায়ায় পালিত হয়ে তিনি, জীবনের অনেক কঠিন সংঘর্ষ অতিক্রম করে, আজ এক গার্মেন্টস ক্যাটালগ ডিজাইনার, তিনি এক দক্ষ ফটো এডিটর, কম্পিউটারের মাধ্যমে ফটো এডিট করেই তিনি, আজও জীবিকা নির্বাহ করছেন। তিনি সংসার জীবন গ্রহণ করেছেন, লক্ষ্মী শ্রী শ্রীমতী পূজা দাস, তার জীবন সঙ্গী। দুজনের শুদ্ধ মিলনে এক পুত্র সন্তান প্রাপ্ত করেছেন তারা, পুত্রের নাম শুভম দাস, ঈশ্বর প্রদত্ত এই ফল মিষ্ট তো অবশ্যই, কেননা উত্তম দাস মূর্খ হলেও, তার পুত্রকে তিনি সংস্কার দিচ্ছেন। সংক্ষিপ্ত জীবনীর শেষ কথা, এই সংঘর্ষময় জীবন থেকে তিনি উপলব্ধি করেছেন, ঈশ্বরের বাস্তবিক রূপ থাকুক বা নাই থাকুক, তাকে যারা যে নামেই ডাকছে, সবারই ঈশ্বরপ্রাপ্তি ঘটবে, যদি ভক্তির ঘর পূর্ণ করতে পারে, তাই ভক্তি ই হল, শ্রেষ্ঠ বাসনা।