‘শুধু তোমারই জন্যে’ কাব্যগ্রন্থে বিভিন্ন ধরনের কবিতা অন্তর্ভুক্ত করা হয়েছে। যাদের মধ্যে বেশিরভাগ কবিতা-ই প্রকৃতির ওপারে বসে প্রেম নিয়ে লিখেছেন, কবি নিরুপম বণিক।
নিরুপম বণিক সাধারণ মধ্যবিত্ত ঘরের একজন অনামী ছেলে। পেশায় সরকারী চাকুরে হলেও নেশায় লেখালেখি করা তাঁর শখ। আর এই লেখার প্রেরণা তাঁর স্কুল, কলেজ আর ভার্চুয়াল বন্ধু-বান্ধবদের থেকে। ছাত্র জীবনে জাতীয় স্কলার এবং জগদীশ বসু জাতীয় বিজ্ঞান মেধা স্কলার। বিভিন্ন পত্র-পত্রিকা এবং ম্যাগাজিনে তাঁর লেখা অনিয়মিত ভাবে বের হলেও এর আগে দেশ-বিদেশের বিশিষ্ট কবি, লেখক, ছড়াকার দের সাথে যৌথভাবে প্রকাশ পেয়েছে ‘মিলেমিশে’ ছড়া সংকলন ও ‘লেখার রাজ্যের’ কবিতা সংকলন।