আমি মাতৃভাষায় বিজ্ঞানচর্চায় বিশ্বাসী। আমার মনে হয় নিজের মাতৃভাষায় আমরা সকল বিষয় খুব সহজভাবে এবং তাড়াতাড়ি বুঝতে পারি। শিশুদের মনে বিজ্ঞানের প্রতি ভালোবাসা জাগাতে তাই আমি নিয়ে এসেছি “শিশুদের মহাবিশ্ব” বইটি। আমার আশা এই বইটি শিশুদের মুক্ত চিন্তার বিকাশ ঘটাবে। মহাবিজ্ঞানী আইনস্টাইনের সেই বিখ্যাত উক্তিটাই এই প্রসঙ্গে মনে আসছে - "আমার জীবনের সবচেয়ে বড় সার্থকতাটা হলো, আমি মানুষের কাজে কতটা নিয়োগ করতে পেরেছি "। ধন্যবাদ জানাই সেই সব অভিভাবক/অভিভাবিকা দের , যারা এই বইটি পছন্দ করেছেন। বইটির গুনাগুন বিচার করে কেমন লাগলো তা জানাবেন। আপনাদের মতামতের ভিত্তিতে আগামী সংস্করণে বইটি আরো সমৃদ্ধ হয়ে উঠবে।