বর্ণে বর্ণে ঋতুরাজ বসন্তের সমারোহ নিয়ে আবির্ভূত তারুণ্যের ফাল্গুনে । জীবনে যৌবন, যৌবনে পরিপূর্ণ জীবন । এটাই মূখ্য উপলব্ধি ।
প্রেমের আকুতি ও উদ্দামের ছন্দ গাথা । বিশ্ব বিজয়ী তরুণ প্রেমিক বীর যোদ্ধার পৌরুষের বিজলি ঝলক ।
মহা বিদ্রোহের মেঘমন্দ্রধ্বনি । ঈশ্বর আহ্বানের সিন্ধু গর্জন । মুক্ত আত্মার মহানন্দ । দুর্নিবার প্রেমের শাশ্বত সুধা ।
বসন্তের সাথে শরতের স্নিগ্ধ পরশ । সার্বজনীন মহোৎসবের মহা উল্লাস । তার পর হৈমন্তিক শুভেচ্ছা ।
তারুণ্যের তটিনী কলতানে মুখরিত করি মহা বিশ্ব প্রবাহিত অনন্ত পথে । বীর বিক্রমের নক্ষত্র পুঞ্জে আলোকিত মহা গগন ।